নানা অজুহাতে ঢাকায় ফিরছে মানুষ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নানা অজুহাতে ঢাকায় ফিরছে মানুষ

 

কঠোর বিধি-নিষেধ তোয়াক্কা না করেই পদ্মা পার হচ্ছেন অসংখ্য মানুষ। ফেরিঘাটে উপচেপড়া ভিড়ে স্বাস্থ্যবিধি উধাও সেখানে। লঞ্চ কিংবা স্পিডবোট বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে ফেরি পাড়ে ভিড়লেই নামতে ও উঠতে গিয়ে হুড়োহুড়ি শুরু হয় যাত্রীদের।


এরপর রাজধানীতে ফিরতে অতিরিক্ত ভাড়ায় ভেঙে ভেঙে যাওয়ার চেষ্টা চলমান রয়েছে। বিধিনিষেধ না মানার ব্যাপারে নানা অজুহাত দেখাচ্ছেন তারা।


রাজধানীতে ফেরা এক যাত্রী বলেন, কথা বলার জন্য মাস্ক পরিনি, সেটি তো আমার হাতেই ছিল। লকডাউন দিলে আর কি করবো, গ্রামের বাড়িতে বাবা-মা আছে না। তাদের দেখতে যেতে হয় না।


আরেক যাত্রী জানান, ফুলবাড়ি থেকে ঢাকায় ফিরছি, গ্রামের বাড়ি থাকতো বড় ভাই, মারা গেছেন তাকে শেষ দেখা দেখতে গিয়েছিলাম।

 

সরকার লকডাউন দিয়েছে কিন্তু অফিস খোলা, সেহেতু আসতেই হচ্ছে ঢাকাতে বলেন আরেক যাত্রী।  


এদিকে, বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করে যাচ্ছে। ঘর থেকে যারা বের হচ্ছেন যৌক্তিক কারণ দেখাতে না পারলেই জরিমানা করা হচ্ছে তাদের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত ফেরদৌস জানান, সরকারি বিধি নিষেধের ক্ষেত্রে শৈথিল ও উদাসিনতা দেখা যায় সেক্ষেত্রে তাদের অর্থদণ্ড করা হচ্ছে।


একইচিত্র পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই ঢাকায় ফিরছেন অনেকে।


ভোর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ফেরিতে মানুষ ও ছোট যানবাহন পার হচ্ছে গাদাগাদি করে। ঘাট এলাকায় আসতে পারলেই বিধিনিষেধ উপেক্ষা করে ট্রাকের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেটকার পার করছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘাট এলাকাতেও মোটরসাইকেল, প্রাইভেটকার, আটোসহ নানা ধরনের যানবাহনে ভরপুর রয়েছে। নেওয়া হচ্ছে ১০ গুণ বেশি ভাড়া।

কোন মন্তব্য নেই