এক দিনে রেকর্ড ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এক দিনে রেকর্ড ১২৩ ডেঙ্গু রোগী হাসপাতালে


স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রেকর্ড ১২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


তাদের মধ্যে ঢাকায় ১২০ জন এবং বাকি তিনজন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন।


এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪৬৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৪৬০ এবং ঢাকার বাইরে আটজন ভর্তি আছেন বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে।


সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৮০২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে ১ হাজার ৩৩১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।


তাদের মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে তিনটি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।

কোন মন্তব্য নেই