জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স শেষ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ করা হয়েছে।


সোমবার বিকেল ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) মো: ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধু সেই সকল পরীক্ষার্থীর চার বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd অথবা www.nubd.info) এ পাওয়া যাবে।


উল্লেখ্য, গত ২০ জুলাই অনার্স শেষ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।


এদিকে, ২০১৯ সালের অনার্স শেষ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২১ আগস্ট শনিবার রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ২২ আগস্ট রোববার বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেয়া যাবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) এ পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই