জাতীয় পরিচয়পত্র সেবা অব্যাহত রাখার নির্দেশ ইসির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাতীয় পরিচয়পত্র সেবা অব্যাহত রাখার নির্দেশ ইসির


করোনাকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা অব্যাহত রাখতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


ইসির সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে কেউ করোনায় আক্রান্ত হলেও সংশ্লিষ্ট কার্যালয়ে সেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। এজন্য করোনায় আক্রান্তের বিকল্প কর্মকর্তা-কর্মচারী প্রস্তুত রাখার জন্যও বলা হয়েছে।


নির্বাচন কমিশন ঢাকা মহানগরে প্রতি মঙ্গলবার ও ঢাকার বাইরে প্রায় প্রতিদিন অফিস খোলা রেখে সেবা দিচ্ছে।


ইসির এনআইডি শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সম্প্রতি সব আঞ্চলিক কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনাটি পাঠিয়েছেন।


এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তা/কর্মচারী কোভিড-১৯ এ আক্রান্ত হলে জরুরি জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম অব্যাহত রাখতে বিকল্প কর্মকর্তা/কর্মচারীকে দায়িত্ব দেওয়া আবশ্যক।


এমতাবস্থায় মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তা/কর্মচারী কোভিড-১৯ এ আক্রান্ত হলে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম অব্যাহত রাখতে বিকল্প কর্মকর্তা/কর্মচারীকে দায়িত্ব দেওয়াপূর্বক অত্র সচিবালয়ের জনবল অধিশাখাকে জানাতে হবে।

কোন মন্তব্য নেই