ইন্টারভিউ ছাড়াই নিয়োগ পাচ্ছেন ৮ হাজার চিকিৎসক-নার্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইন্টারভিউ ছাড়াই নিয়োগ পাচ্ছেন ৮ হাজার চিকিৎসক-নার্স


করোনা পরিস্থিতিতে হাসপাতালে রোগীদের যথাযথ চিকিৎসা সেবা প্রদানে ইন্টারভিউ ও পুলিশ ভেরিফিকেশন ছাড়া আট হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


আজ সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, ডাক্তার-নার্সরা ক্লান্ত হয়ে পড়েছেন। তারা আর কত কাজ করবেন? নতুন চার হাজার ডাক্তার আমরা নিচ্ছি, চার হাজার নার্সও নেওয়া হচ্ছে। এজন্য দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া শিথিল করা হচ্ছে।


জাহিদ মালেক বলেন, চিকিৎসক ও নার্সদের দ্রুত কাজে ফেরার জন্য তাদের ইন্টারভিউ আমরা বাদ দিয়েছি, এ ছাড়া পুলিশ ভেরিফিকেশন না নিতেও অনুরোধ করা হয়েছে।


এ সময় মন্ত্রী চলমান লকডাউনে জনসাধারণ যথাযথ স্বাস্থ্যবিধি না মেনে চলছে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করে বলেন, লকডাউন দিয়ে যদি মানাতে না পারি, জনগণ যদি সচেতন না হয়, তাহলে তো ভয়াবহ পরিণতি হবে। হাসপাতালে জায়গা হবে না। অর্থনীতি ও উৎপাদনে প্রভাব পড়বে।  

কোন মন্তব্য নেই