ডাটা সেন্টার প্রসারে বিনিয়োগ করবে এয়ারটেল
করোনা মহামারী ও পরবর্তী সময়ে ডিজিটাল পেমেন্ট ও ফাইভজি প্রযুক্তির সম্প্রসারণ হওয়ায় স্থানীয়ভাবে আরো অধিক তথ্য সংরক্ষণের অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে অবগত এক মুখপাত্র জানান, নাক্সট্রা ডাটা লিমিটেডের সাহায্যে এয়ারটেল আটটির বেশি ডাটা সেন্টার স্থাপন করবে। এসব ডাটা সেন্টারে পার্কও থাকবে। প্রতিটি ডাটা পার্কের ধারণ ক্ষমতা ১০০ মেগাওয়াট থাকবে। পুনে ও মুম্বাইয়ে কিছু ডাটা পার্ক স্থাপন করা হবে। যেখানে প্রতিষ্ঠানটির একাধিক কার্যালয় রয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এয়ারটেল জানায়, আমাদের নীতিমালা অনুযায়ী গুজবের বিষয়ে কোনো বক্তব্য প্রদানে রাজি নই।
ওই মুখপাত্র বলেন, এর আগে অধিকাংশ ডিজিটাল কন্টেন্ট ভারতের বাইরে সংরক্ষণ করা হতো। তবে দেড় বছর ধরে স্থানীয়ভাবে কন্টেন্ট সংরক্ষণের কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে ডাটা সেন্টারের চাহিদাও বাড়ছে।
তিনি বলেন, ডাটা সেন্টার নির্মাণের আগ পর্যন্ত ভারতে যে পরিমাণ ডাটা ব্যবহার করা হতো সেগুলো বাইরে থেকে আসত। ইন্টারনেটে সিঙ্গাপুরের ডাটা সেন্টার থেকে সেগুলো এনে ব্যবহার করতে হতো।
কোন মন্তব্য নেই