গুগলের বিরুদ্ধে এপিক গেমসের নতুন অভিযোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গুগলের বিরুদ্ধে এপিক গেমসের নতুন অভিযোগ


অ্যাপ স্টোরে বিধিনিষেধের বিপক্ষে লড়াইয়ের অংশ হিসেবে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে বিখ্যাত গেমস ফোর্টনাইটের নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। খবর আইএএনএস।


গত বছর প্লে স্টোর থেকে ফোর্টনাইট গেম সরিয়ে দেয়ার কারণে প্রতিষ্ঠানটি গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।


এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন অভিযোগে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে গুগলের একচেটিয়া আচরণ ও প্লে স্টোর থেকে এপিক গেমসের ফোর্টনাইট গেম সরিয়ে দেয়ার বিষয়ও রয়েছে। তবে এপিক গেমসের এ অভিযোগ অস্বীকার করেছে গুগল।


গুগলের একজন মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যেখানে অ্যান্ড্রয়েডের জন্য ফোর্টনাইট রয়েছে, সেখানে প্লে স্টোরে এটি আবার যুক্ত করা আমাদের নীতিবিরুদ্ধ। আমরা এমন বুদ্ধিহীন দাবির বিপক্ষে আমাদের লড়াই চালিয়ে যাব। স্যামসাংয়ের গ্যালাক্সি স্টোরে ফোর্টনাইট চালুর বিষয়ে এপিক গেমসের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই