সুপার মারিও ৬৪ কি সবশেষ মিলিয়ন ডলার গেম? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সুপার মারিও ৬৪ কি সবশেষ মিলিয়ন ডলার গেম?


চলতি মাসের শুরুতে এক নিলামে ১৫ লাখ ৬০ হাজার ডলারে সুপার মারিও ৬৪ গেমসের একটি সিল্ড কপি বিক্রি করা হয়েছে। এর ঠিক দুদিন আগে দ্য লিজেন্ড অব জেল্ডার প্রিস্টিন কপি বিক্রি হয়েছিল। ওই গেমসের বিক্রীত মূল্যের তুলনায় মারিওর মূল্য প্রায় দ্বিগুণ। খবর দ্য ভার্জ।


এ ধরনের নিলাম ভবিষ্যতে আরো চোখ ধাঁধানো মূল্যে গেম বিক্রির আভাস দিচ্ছে। তবে একটি বিষয় প্রতীয়মান হচ্ছে যে মারিওর প্রথম থ্রিডি অ্যাডভেঞ্চার এ গেমসই সবশেষ মিলিয়ন ডলার গেম হচ্ছে না।


ভার্জকে দেয়া এক সাক্ষাত্কারে ডিজিটাল একলিপ্সের এডিটোরিয়াল ডিরেক্টর ক্রিস কোহলার বলেন, আমি মনে করি খুব সম্ভবত শিগগিরই আমরা আরো মিলিয়ন ডলার গেম দেখতে পাব।


সরাসরি ও ভার্চুয়াল মাধ্যমে গেমসের বিভিন্ন বিষয় বিক্রি করা বর্তমান সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এদিক থেকে পোকেমনের কার্ড বেশ জনপ্রিয়। কিছু এনএফটি কয়েক মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। সেই সঙ্গে মানুষজন ক্রিপ্টোকারেন্সি এবং গেমস্টপের স্টকের মতো সম্পদে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে।


বিশ্বে ভিডিও গেমসের খ্যাতি দিন দিন বাড়ছে। করোনা মহামারীর সময় আমেরিকার অধিকাংশ মানুষ ভিডিও গেমসের প্রতি ঝুঁকেছে। ঠিক এক বছর আগে সুপার মারিও ব্রোজের একটি সিল্ড কপি সে সময়ের সর্বোচ্চ মূল্যে ১ লাখ ১৪ হাজার ডলারে বিক্রি হয়েছিল। কিন্তু সেখানে সুপার মারিও ৬৪ যে মূল্যে বিক্রি হয়েছে, ব্রোজের মূল্য তার ১০ ভাগের এক ভাগও না। কোহলার আশা প্রকাশ করে বলেন, দ্য লিজেন্ড অব জেল্ডা কিংবা সুপার মারিও ব্রোজের মতো আরেকটি আরলি প্রিন্টেড গেমস পরবর্তী সময়ে মিলিয়ন ডলারের এ রেকর্ড ভাঙবে।


নার্ডি গার্ল কমিক্সের মালিক ড্যানিয়েল স্মিথ সম্মতি প্রকাশ করে বলেন, আমি মনে করি গেমসের বাজারে মারিও হচ্ছে রাজা আর জেল্ডা হচ্ছে রানি।

কোন মন্তব্য নেই