চিকিৎসা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চিকিৎসা খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা


মানবদেহের প্রতিটি প্রোটিন কাঠামোর গঠন, গবেষণা, উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়ে থাকে। আর এ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নতুন ওষুধ আবিষ্কারের পাশাপাশি, রোগের চিকিৎসা প্রদান ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হবে। খবর বিবিসি।


মানব শরীরের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। মানবদেহের প্রতিটি কোষ প্রোটিনে পরিপূর্ণ। নতুন নতুন ওষুধ আবিষ্কারের জন্য এসব প্রোটিন সেলের আকৃতি সম্পর্কে জানা এতদিন কঠিন ছিল। খুব কমসংখ্যক সাফল্য অর্জিত হয়েছে।


গবেষকরা মানবদেহের ৩ লাখ ৫০ হাজার প্রোটিন সেলের গঠন সম্পর্কে জানতে আলফাফোল্ড নামের একটি প্রোগ্রাম ব্যবহার করেছেন। মানবদেহে প্রোটিন তৈরির যে নির্দেশনা, সেটি আমাদের জিনোমেই রয়েছে।


আলফাফোল্ডের ফলের ব্যাপারে বিস্তারিত জানাতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপ মাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. ডেমিস হাশাবিস বলেন, আমরা বিশ্বাস করি এটি এখন পর্যন্ত মানব প্রোটোমের সবচেয়ে সম্পূর্ণ ও সঠিক চিত্র।


আমরা বিশ্বাস করি, এ কাজটি আজ অবধি বৈজ্ঞানিক জ্ঞানের পরিধিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানের প্রতিনিধিত্ব করছে। তিনি আরো বলেন, আমি মনে করি দেশ ও জাতির উপকারে কৃত্রিম বুদ্ধিমত্তা যে সুবিধা প্রদান করতে পারবে, এটি তার একটি উদাহরণ মাত্র। এ প্রযুক্তির মাধ্যমে দেশগুলো কী করতে চায়, সেটি দেখার জন্য আমরা উদগ্রীব।


প্রোটিনগুলো অ্যামিনো অ্যাসিড নামের ছোট বিল্ডিং ব্লকের চেইন দ্বারা গঠিত। এসব চেইন বিভিন্ন ভাঁজে অবস্থান করে এবং একটি ব্যতিক্রমী থ্রিডি আকৃতি তৈরি করে। একটি প্রোটিনের আকৃতি মানবদেহে এর কার্যকারিতা নির্ধারণ করে থাকে।


আলফাফোল্ডের বিষয়ে অধ্যাপক ম্যাকজিহান বলেন, এটি শুধুই গতি। আগে একটা কাঠামোর জন্য আমাদের ছয় মাস সময় লাগত। সেখানে এখন কয়েক মিনিটেই কাজ শেষ হয়ে যাচ্ছে। এত দ্রুত যে এ কাজ করা যাবে, সে ব্যাপারে আমরা আগে কখনো ভাবিনি।

কোন মন্তব্য নেই