সূচকের মিশ্র প্রবণতায় ডিএসইতে লেনদেন কমেছে ২১২ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমেছে। একইসঙ্গে ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা দেখা গেছে। আর সূচকের সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় ২১২ কোটি টাকার লেনদেন কমেছে। এদিন মোট ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। দর বেড়েছে ১৪২টির এবং কমেছে ২০৫টির। বাকি ২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ ৫১ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ২১২ কোটি ১৭ লাখ টাকা।
এছাড়া ৮৩৮ কোটি ৪৮ লাখ টাকা কমে গতকাল বাজার মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৭৪ কোটি টাকা। এদিন ৬৪ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৮২৯টি শেয়ার দুই লাখ ৪৪ হাজার ১৯৩ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরুতে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী হলেও লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে সূচক নি¤œমুখী হতে থাকে এবং শেষ পর্যন্ত সূচকের পতনের ধারা অব্যাহত ছিল। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ কমে ছয় হাজার ১৭৭ দশমিক ২১ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক দুই দশমিক ৭৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২০ শতাংশ বেড়ে এক হাজার ৩২৭ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক দুই দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে দুই হাজার ২৩১ দশমিক ৫৪ পয়েন্টে স্থির হয়।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৬২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
শেয়ারটির দর ৪০ পয়সা কমেছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৪৭ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ৬০ পয়সা বেড়েছে। এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে ছিল ন্যাশনাল ফিড মিল লিমিটেড, কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফাইন্যান্স, ফুওয়াং ফুড, মতিন স্পিনিং ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
৯ দশমিক ৭৯ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। মতিন স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ৭৭ শতাংশ, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ দশমিক ৪৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৯ দশমিক ৩৩ শতাংশ, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৮ দশমিক ৪৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোং লিমিটেডের সাত দশমিক ২৩ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সাত দশমিক ১৭ শতাংশ এবং অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের সাত দশমিক ১০ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৪০ শতাংশ কমে ১০ হাজার ৭৩৯ দশমিক ১০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৪ দশমিক ৩২ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে ১৭ হাজার ৮৮১ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭০টির এবং ২৭টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮১ কোটি পাচ লাখ ৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে ২ কোটি ৭৪ লাখ টাকা।
কোন মন্তব্য নেই