সংবেদনশীল তথ্য ছাড়াই কেয়া কসমেটিকসের অস্বাভাবিক দর বৃদ্ধি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সংবেদনশীল তথ্য ছাড়াই কেয়া কসমেটিকসের অস্বাভাবিক দর বৃদ্ধি



 


শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির গত ২৮ জুন থেকে ধারাবাহিকভাবে শেয়ারদর বাড়ছে। ওইদিন তাদের শেয়ারদর ছিল সাত টাকা ৫০ পয়সা, যা গত ৫ জুলাই লেনদেন হয় ৯ টাকা ৪০ পয়সায়।

এ হিসেবে তিন কার্যদিবসের ব্যবধানে দর বেড়েছে এক টাকা ৯০ পয়সা। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।


তবে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর এক দশমিক শূন্য ছয় শতাংশ বা ১০ পয়সা কমে প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে চার কোটি ৫২ লাখ ৬৮ হাজার ২৮৪টি শেয়ার পাঁচ হাজার ৫৫৬ বার হাতবদল হয়, যার বাজারদর ৪২ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৯ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৯ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। সর্বশেষ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য মাত্র এক শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।



কোন মন্তব্য নেই