বাংলাদেশ ডাক বিভাগে চাকরির সুযোগ
বাংলাদেশ ডাক বিভাগ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ ডাক বিভাগ
পদের সংখ্যা- মোট ৪৬টি
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- দক্ষিণাঅঞ্চল
পদের নাম- মেইল গার্ড
পদের সংখ্যা- ১২টি
বেতন স্কেল-৯০০০-২১৮০০
পদের নাম-ওয়ারম্যান
পদের সংখ্যা- ১টি
বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম- আমর্ড গার্ড
পদের সংখ্যা-১টি
বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম- প্যাকার
পদের সংখ্যা- ৪টি
বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম- অফিস সহায়ক
পদের সংখ্যা-১১টি
বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম-এ্যাটেনডেন্ট
পদের সংখ্যা-১টি
বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম-রানার
পদের সংখ্যা-৪টি
বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম-নিরাপত্তা প্রহরী
পদের সংখ্যা-৬টি
বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম- গার্ডেনার
পদের সংখ্যা-১টি
বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা
পদের নাম- পরিচ্ছন্নতা কর্মী
পদের সংখ্যা- ১টি
বেতন স্কেল-৮৫০০-২০৫৭০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন pmgnc.teletalk.com.bd এই ঠিকনায় প্রবেশ করে।
আবেদনের শেষ তারিখ
২৭ জুলাই, ২০২১
কোন মন্তব্য নেই