পুঁজিবাজারে লেনদেন শুরু রোববার
লকডাউন চলাকালীন ঈদ পরবর্তী ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আগামীকাল রোববার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হচ্ছে।
শনিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। লেনদেন শুরুর আগের ১৫ মিনিট অর্থাৎ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা পর্যন্ত থাকবে প্রি-ওপেনিং সেশন।
লেনদেন শেষ হওয়ার পরবর্তী ১৫ মিনিট অর্থাৎ দুপুর সাড়ে ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে পোস্ট ক্লোজিং সেশন।
ইতোমধ্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জকে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি জানিয়ে দিয়েছে কমিশন।
কোন মন্তব্য নেই