আল-আকসায় ইহুদিদের প্রবেশ, আঙুল অস্ত্রের ট্রিগারে রাখার নির্দেশ হামাসের
আবারও মসজিদুল আকসা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ইহুদিদের প্রবেশকে ঘিরে উভয় পক্ষের মধ্যে দেখা দিয়েছে সংঘাতের আশঙ্কা। ইতোমধ্যে এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে হামাস।
জানা গেছে, ইসরায়েলের চরমপন্থী কয়েকটি গোষ্ঠী রবিবার মসজিদুল আকসায় ঢুকতে ইহুদি উপশহরবাসীদের প্রতি আহ্বান জানায়। এরপর চারশ’র বেশি ইসরায়েলি ইহুদি সেখানে প্রবেশ করে। রোববার এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর করে এবং আটক করে।
হামাস এক বিবৃতিতে বলেছে, মসজিদুল আকসায় ইসরায়েলিদের প্রবেশ মেনে নেওয়া হবে না। এর পরিণতি হবে ভয়াবহ। পাল্টা হামলা ঠেকাতে ফিলিস্তিনিদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া, পশ্চিম তীর ও দখলদার ইসরায়েলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে আজ সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে।
প্রতিরোধকারীদের তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে, যাতে ইসরায়েল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না নিতেও দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।
এদিকে, বায়তুল মোকাদ্দাসের পুরনো দেয়ালের চতুর্দিকে মিছিল করার জন্য ইসরায়েলি উগ্রবাদি গোষ্ঠি আহ্বান জানিয়েছে ইহুদিদের।

কোন মন্তব্য নেই