শাহজালাল বিমানবন্দরে ৮ দেশের আড়াই কোটি মুদ্রাসহ আটক ১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সৌদি রিয়ালসহ আটটি দেশের কারেন্সি জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
সোমবার সকালে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছে।
তবে আটককৃত ব্যক্তির নাম-পরিচয় জানায়নি এপিবিএন।
এ বিষয়ে দুপুরে বিমানবন্দরের এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান জিয়াউল হক।
কোন মন্তব্য নেই