এক দিনেই ৪৫ সেন্টিমিটার পানি বাড়লো তিস্তায়
লালমনিরহাটে কোনো ভারী বৃষ্টিপাত ছাড়াই একদিনেই তিস্তার পানি বেড়েছে ৪৫ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড নিশ্চিত করেছে।
শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৯টায় তিস্তা দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আগের দিন একই পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তার আগের দিন ১১ আগস্ট বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
শুক্রবার তিস্তার পানি সারাদিন বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়েই প্রবাহিত হয়েছে। একদিনেই তিস্তার পানির হঠাৎ বৃদ্ধিতে নদীপাড়ের মানুষ মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
হঠাৎ পানি বৃদ্ধির বিষয়ে যোগাযোগ করা হলে দোয়ানী ব্যারাজ পয়েন্টের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীকে পাওয়া যায়নি। ব্যারাজ পয়েন্টের পানি পরিমাপকারী রুহুল আমিন বলেন, হয়তো ভারতে বেশি বৃষ্টিপাত হয়েছে। আর সে কারণেই পানি হয়তো উজান থেকে আসছে।
কোন মন্তব্য নেই