রোববার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোববার দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

 


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৭টির বা ৬৫.৬৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে আজিজ পাইপসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বৃহস্পতিবার আজিজ পাইপসের ক্লোজিং দর ছিল ১১৯ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩০ টাকা ৯০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দেশ সোনারগাঁও টেক্সটাইলের ৯.৯৬ শতাংশ, এসোসিয়েট অক্সিজেনের ৯.৯০ শতাংশ, মেট্রোস্পিনিংয়ের ৯.৮৯ শতাংশ, রিং শাইনের ৯.৮৪ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৯.৮২ শতাংশ, জনতা ইন্সুরেন্সের ৯.৬৬ শতাংশ, এসবিএবি ব্যাংকের ৯.৭৭ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সের ৯.৬৫ শতাংশ, পূরবী জেনারেল ইন্সুরেন্সের ৯.০২ শতাংশ এবং এক্সপ্রেস ইন্সুরেন্সের ৮.৩৩ শতাংশ দর বেড়েছে।

কোন মন্তব্য নেই