বাড়তে পারে ওরিয়ন গ্রুপের চার কোম্পানির ডিভিডেন্ড
মহামারি করোনার মধ্যেও ওরিয়ন গ্রুপের চার কোম্পানির মুনাফা ইতিবাচক রয়েছে। বিদ্যুৎ উৎপাদন, জটিল রোগের দামি ওষুধ তৈরি, বিদেশে ওষুধ রফতানি, করোনাভাইরাসের টিকা উৎপাদনের মতো নানামূখী উদ্যোগের ফলে কোম্পানিগুলোর বিশেষ করে ওষুধ খাতের কোম্পানিগুলোর সম্ভাবনা আরও হাতছানি দিচ্ছে। এই কারণে ওষুধ খাতের তিন কোম্পানি--ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশনের শেয়ারে দিনদিন বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এরফলে ডিএসইর ভলিউম লিডারে তালিকায় প্রায় প্রতিদিনই কোম্পানিগুলোর নাম উঠে আসছে।
কোন কোম্পানির কতো পিই
গত এক বছরে বিকন ফার্মার দর বেড়েছে ৩ গুণের বেশি। অন্য কোম্পানিগুলোর শেয়ার দরে পুঁজিবাজারে চাঙ্গা হাওয়ার প্রভাব তেমন পড়েনি। তারপরও কোম্পানি চারটির মধ্যে ৩টি কোম্পানির শেয়ারই কিছুটা বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে। সর্বশেষ শেয়ার দর অনুযায়ি ওরিয়ন ফার্মার পিই রেশিও ১৮.১২, কোহিনূর কেমিক্যালের ৩৮.৭৯, বিকন ফার্মার ৪৭.০২ এবং ওরিয়ন ইনফিউশনের ৫৭.১২।
রিজার্ভের হিসাব
কোম্পানি চারটির মধ্যে রিজার্ভের দিক থেকে দুটি কোম্পানি বেশ ভালো অবস্থানে রয়েছে। কোম্পানি দুটি হলো কোহিনূর কেমিক্যাল এবং ওরিয়ন ফার্মা। বাকি ২টির রিজার্ভ মোটামুটি। এর মধ্যে কোহিনূর কেমিক্যালের রিজার্ভ রয়েছে পরিশোধিত মূলধনের ৩.৫৬ গুণ এবং ওরিয়ন ফার্মার ৩.২৫ গুণ। বাকি দুটির মধ্যে বিকন ফার্মার ১ গুণ এবং ওরিয়ন ইনফিউশনের ০.২৬ গুণ।
গত বছরের ডিভিডেন্ড
ডিভিডেন্ডের দিক থেকে এগিয়ে রয়েছে কোহিনূর কেমিক্যাল। কোম্পানিটি গত বছর (২০২০ সালে) বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ৩৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। এরপর অরিয়ন ফার্মা দিয়েছে ১০ শতাংশ ক্যাশ, অরিয়ন ইনফিউশন ১০ শতাংশ ক্যাশ এবং বিকন ফার্মা ৬ শতাংশ ক্যাশ।
৯মাসেশেয়ার প্রতি আয়
কার সম্পদ কত
ওরিয়ন ফার্মার সম্পদ মূল্য ৭৮ টাকা ৭৮ পয়সা, কোহিনূর কেমিক্যালের ৫২ টাকা ২১ পয়সা, বিকন ফার্মার ২২ টাকা ৭১ পয়সা এবং ওরিয়ন ইনফিউশনের ১২ টাকা ৯৫ পয়সা। এর মধ্যে ওরিয়ন ফার্মার শেয়ার সম্পদ মূল্যের নিচে লেনদেন হচ্ছে।
এক বছর আগে বিকন ফার্মার শেয়ার দর ছিল ৬৬ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৫ টাকায়। এক বছরের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৩৯ টাকা বা ২১০.৬০ শতাংশ।
এক বছর আগে ওরিয়ন ফার্মার শেয়ার দর ছিল ৬৪ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭২ টাকায়। এক বছরের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৮ টাকা বা ১২.৫০ শতাংশ।
এক বছর আগে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ছিল ৯৮ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৫ টাকা ৩০ পয়সায়। এক বছরের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ১২ টাকা ৭০ পয়সা বা ১২.৯৫ শতাংশ।
এক বছর আগে কোহিনূর কেমিক্যালের শেয়ার দর ছিল ৪৭৮ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪২৩ টাকা ১০ পয়সায়। এক বছরের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ৫৪ টাকা ৯০ পয়সা বা ১১.৪৮ শতাংশ।
কোন মন্তব্য নেই