ব্যাপক উত্থানে সপ্তাহ শুরু: ৬৫.৬৯ শতাংশ দর বৃদ্ধি
আজ ২২ আগস্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। এদিন সূচক বৃদ্ধির পাশাপাশি দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। পুঁজিবাজারে আজ ৬৫.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, আজ ২২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২১ শতাংশ বা ৮১.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪২.২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৯.৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫১.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৫.৬৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৯০ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ১৯০ শেয়ার ৩ লাখ ৬৬ হাজার ১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৭০৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১৯ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১১.২৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৭৬০.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৬১.৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪২৩.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৬টির, কমে ১৯১টির এবং অপরিবর্তিত রয় ২৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪১.৪৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৬৯ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৪২৫ শেয়ার ৩ লাখ ৭ হাজার ৩৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ২১৮ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৮৭ কোটি ৪২ লাখ ৮৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ২৩২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৯৪৬.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৬টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১০০ কোটি ৮ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ৮৮৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৯ লাখ ২৭ হাজার ৪৭৭ টাকা।
কোন মন্তব্য নেই