যে ঝামেলায় পড়তে পারে টাইগাররা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যে ঝামেলায় পড়তে পারে টাইগাররা


গতিশীল উইকেট পেলে স্বতঃস্ফূর্তভাবে খেলবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। অজি পেসারদের সামলাতেই হিমশিম খেতে হবে বাংলাদেশি ব্যাটসম্যানদের। আবার পুরোপুরি স্পিন নির্ভর উইকেট হলেও অজি লেগ স্পিনারদের বিপক্ষে ঝামেলায় পড়তে পারে স্বাগতিকরা। তাই বিশ্লেষকদের পরামর্শ, এই সিরিজে কোনো পরীক্ষা-নীরিক্ষা নয়, ঘরোয়া ক্রিকেটের মতো স্লো উইকেট প্রস্তুত করা উচিত। এদিকে, এশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের উইকেটে ভালো করতে মুখিয়ে আছে অজিরা।

যে ঝামেলায় পড়তে পারে টাইগাররা


টি-টোয়েন্টি সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবার প্রথম সারির অধিকাংশ ক্রিকেটারকে ছাড়া সফরে আসা জায়ান্টদের চমকে দেওয়ার স্বপ্ন দেখছে টাইগার সমর্থকরা। তবে গতিশীল উইকেটে খেললে স্টার্ক বা হ্যাজলউডের মতো পেসার একাই খেলার মোড় ঘুরিয়ে দেবে, সতর্ক করেন বিশ্লেষকরা।

 


সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো দলগুলোর স্লো উইকেট একটু কঠিনই। সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে ভালো ভালো ফার্স্ট বোলার আছেন।  

 

উপমহাদেশের স্পিনিং উইকেটে অজিরা তেমন সাবলীল নয়, সেটা ঠিক। তবে, অতীতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে মিরপুরে পাতা স্পিন ফাঁদে নিজেদেরই আটকা পড়ার মতো তিক্ত অভিজ্ঞতা আছে। সবচেয়ে বেশি ভুগিয়েছিল রশিদ খানের লেগ স্পিন। এবার সফরে আসা অস্ট্রেলিয়া দলেও অ্যাডাম জাম্পা ও মিচেল সোয়েপসনের মতো দু’জন লেগ স্পিনার আছে। তাই বিশ্লেষকরা বলছেন, স্পিন নির্ভর পিচ বানালে হীতে বিপরীতও হতে পারে।

 

সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার বলেন, যখন উইকেট লম্বা সময়ের জন্য ঢাকা থাকবে, তখনই কিন্তু লো বাউন্স আসবে। আরও বল ব্যাটে একটু দেরিতে আসবে। ট্র্যাডিশনাল মিরপুরের যে উইকেট, সেটিই সম্ভবত আমরা এই সিরিজেও দেখতে পাবো।

 

তবে, সম্প্রতি এমন উইকেটের জন্য নাকি মানসিকভাবে প্রস্তুতি নিয়েই এসেছে অজিরা।

 

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহ-অধিনায়ক ম্যাথিউ ওয়েড বলেন, এই ধরনের উইকেটে খেলাটা আমাদের জন্য উপযোগী হবে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ আর বিশ্বকাপে অনেকটা একই চরিত্রের উইকেট পাবো। এমন উইকেটে খেলার আগ পর্যন্ত এর চরিত্র বোঝা যাবে না। এখানে খেলেই রান করার উপায় বের করতে হবে। অস্ট্রেলিয়াতে যেভাবি খেলি, সেভাবে খেললে সফল হওয়া যাবে না কোনোভাবেই।

 

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে এ অঞ্চলের উইকেটে ধাতস্থ হতেই বাংলাদেশের উইকেটকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চাইছে ক্যাঙ্গারুরা।

কোন মন্তব্য নেই