জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার সূচি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার সূচি

 


২০২০ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডেটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ঠিক করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণের পুনঃসংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সোনালী সেবা’র মাধ্যমে আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের ফির টাকা জমা দেওয়া যাবে। 


২০১৮-১৯ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০১৭-১৮, ২০১৬-১৭ ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন। আর ফেল করে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে তৃতীয় বর্ষে উত্তীর্ণ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা এফ গ্রেড পাওয়া কোর্সগুলোর পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবেন।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) চলমান পরীক্ষা কোভিড-১৯-এর কারণে স্থগিত করা হয়েছিল। স্থগিত ওই পরীক্ষা আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং তা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই