সাইবার নিরাপত্তা ফার্ম সিবেলাম অধিগ্রহণ করল এলজি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাইবার নিরাপত্তা ফার্ম সিবেলাম অধিগ্রহণ করল এলজি

 

সাইবার নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংস্থা সিবেলাম অধিগ্রহণ করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিকস। ফলে এলজি ১৪ কোটি ডলার মূল্যের ৬৪ শতাংশ শেয়ার নিজেদের করে নিতে পারবে। খবর গ্যাজেটস নাউ।


এলজির সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। ২০১৬ সালে তেল আবিবে সিবেলাম প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সরবরাহকারীদের পণ্য দিয়ে থাকে।


ইসরায়েলের পাশাপাশি জাপান, জার্মানি ও উত্তর আমেরিকায়ও প্রতিষ্ঠানটির কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। এটি একটি স্বাধীন সত্তা ও ব্র্যান্ড হিসেবে তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং যন্ত্রাংশের ডিজাইন, উন্নয়ন ও অপারেশনে এলজিকে সাহায্য করবে।


সাইবার নিরাপত্তা হুমকি থেকে যানবাহনকে রক্ষা করার জন্য কোম্পানির সবচেয়ে উন্নত সমাধানগুলোর মধ্যে একটি হলো এর সাইবার ডিজিটাল টুইনস প্লাটফর্ম। এটি সোর্স কোডে প্রবেশ না করে গাড়িতে ব্যবহূত সফটওয়্যার কম্পোনেন্টের বিস্তারিত চিত্র তুলে ধরে এবং স্বয়ংক্রিয়ভাবে যেকোনো দরনের ঝুঁকির তথ্য প্রকাশ করে থাকে।


প্লাটফর্মটি দুর্বলতাগুলো পরীক্ষার জন্য বাস্তব সময়ে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করে এবং দুর্বলতার সম্পূর্ণ মূল্যায়ন ও সমাধান দিয়ে থাকে। ইসরায়েলে এটি এলজির সাইবার নিরাপত্তা-সংক্রান্ত প্রথম অধিগ্রহণ। এর আগে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার অটোমোটিভ লাইটিং প্রতিষ্ঠান জেকেডব্লিউ গ্রুপ অধিগ্রহণ করেছিল।

কোন মন্তব্য নেই