নগদ লভ্যাংশ পাঠিয়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স
প্রাপ্ত তথ্যমতে, ২০২০ সালের ৩১ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ২৪ পয়সা।
সম্প্রতি চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বিমা খাতের কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর এ প্রান্তিকে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে। জানা গেছে, কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২১) ইপিএস হয়েছে ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে তিন পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাস (জানুয়ারি-জুন, ২০২১) শেষে শেয়ারপ্রতি আয় হয়েছে ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮১ পয়সা। এছাড়া ২০২১ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৭ পয়সা, যা ২০২০ সালের ৩০ জুনে ছিল ২০ টাকা ৩০ পয়সা। আর আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ২ টাকা ১৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৩৬ পয়সা।
এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ১৭ শতাংশ বা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৫৭ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল একই। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৫৭ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৫৮ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়। দিনজুড়ে কোম্পানিটির দুই লাখ ১১ হাজার ৩৭টি শেয়ার মোট ২৫৯ বার হাতবদল হয়, যার বাজারদর এক কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানির শেয়ারদর ২৫ টাকা ৩০ পয়সা থেকে ৭৩ টাকায় ওঠানামা করে।
২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানি। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪২ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৪৩ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানিটির মোট চার কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৬১১টি শেয়ার রয়েছে।
ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ৫৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ১৭ দশমিক ৭৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৫০ দশমিক ৬৮ শতাংশ শেয়ার রয়েছে।

কোন মন্তব্য নেই