৫ অক্টোবর নতুন পণ্য উন্মোচন করবে গুগল
গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছে। গুগলের পিক্সেল ৬ ফোন নিয়ে অপেক্ষা করছেন অনেকে। ৫ অক্টোবর গুগল পিক্সেল ৬ ফোন উন্মোচনের বিষয়টি নিশ্চিত না হলেও সার্চ ইঞ্জিন জায়ান্টটি যে বেশ কয়েকটি ডিভাইস উন্মোচন করবে তা স্পষ্ট। খবর গিজমোচায়না।
আগামী ৫ অক্টোবরের পণ্য উন্মোচন অনুষ্ঠানে নেস্ট, ম্যাপস ও ফ্লাইটস পণ্যও বাজারে আনবে গুগল। ধারণা করা হচ্ছে, সেদিন গুগল একটি নতুন স্মার্ট স্পিকারও আনবে। এছাড়া গুগল ম্যাপস ও গুগল ফ্লাইটসে বেশকিছু নতুন ফিচার আনবে। এছাড়া প্রথমবারের মতো ফোল্ডেবল ফোন আনার ঘোষণা দিতে পারে বলেও আশা করা হচ্ছে।
আগামী সপ্তাহের ইভেন্টে যে পিক্সেল ৬ সিরিজ থাকছে না সেটা স্পষ্ট। ১৯ অক্টোবর তারা প্রিমিয়াম স্মার্টফোনটি আনবে বলে মোটামুটি নিশ্চিত। ২৮ অক্টোবর থেকে তা গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে।

কোন মন্তব্য নেই