কমেন্টে বাজে মন্তব্য ঠেকাতে টুইটারের নতুন ফিল্টার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কমেন্টে বাজে মন্তব্য ঠেকাতে টুইটারের নতুন ফিল্টার


টুইটের কমেন্টে বাজে মন্তব্য ঠেকাতে নতুন ফিচার আনতে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। ভবিষ্যতে টুইটার আরো এমন একটি ফিচার সংযুক্ত করবে, যার মাধ্যমে সম্ভাব্য আক্রমণাত্মক রিপ্লেগুলোকে ফিল্টার করা সম্ভব হবে। এছাড়া সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট থেকে দেয়া রিপ্লাইয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। খবর এনগ্যাজেট।


টুইটারের সিনিয়র প্রডাক্ট ডিজাইনার পওলা বারকান্ট ব্যবহারকারীদের কাছ থেকে ইনপুট চাইতে এ বৈশিষ্ট্যগুলোর বিষয়ে একটি অনানুষ্ঠানিক ধারণা দিয়েছেন।


বারকান্ট বলেন, টুইটার ব্যবহারের ক্ষেত্রে যদি আপনার টুইটে ক্ষতিকর কোনো রিপ্লাই পাওয়া যায় তাহলে তাত্ক্ষণিক ফিচারটি চালু করার জন্য প্রতিষ্ঠান থেকে ব্যবহারকারীর অনুমতি চাওয়া হবে। যদি কারো রিপ্লে ফিল্টার অন থাকে তাহলে টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারী কিংবা অন্য কোনো ব্যক্তিকে সে রিপ্লে দেখাবে না। তবে যে ব্যক্তি এ মন্তব্য করবে, শুধু তিনিই এ টুইট দেখতে পাবেন।


টুইটার কর্তৃপক্ষ জানায়, যদি আপনি অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেন, তাহলে যে ব্যবহারকারীরা সম্প্রতি নিয়ম ভঙ্গ করেছেন, তারা আদৌ আপনার টুইটের জবাব দিতে পারবে না।

কোন মন্তব্য নেই