শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের


এবার শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রটি উচ্চ বায়ুমণ্ডলে শব্দের গতির পাঁচ গুণেরও বেশি গতিতে আঘাত হানতে পারে। যার গতি ৬ হাজার ২০০ কিলোমিটার (৩ হাজার ৮৫৩ মাইল) । 


বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে পেন্টাগন। ২০১৩ সালের পর এই প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র।  


ক্ষেপণাস্ত্রটি রেথিওন টেকনোলজিস (আটিএক্স.এন) দ্বারা নির্মাণ করা হয়েছে। ডয়চে ভেলের খবরে বলা হয়, যুদ্ধবিমানের উইং থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করার এক সেকেন্ডের মধ্যে একটি রকেট বুস্টারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির গতিবেগ বাড়িয়ে দেওয়া হয়। তার এক সেকেন্ড পরই ক্ষেপণাস্ত্রটির মধ্যে লাগানো আরেকটি ইঞ্জিন চালু হয়। যা এর গতিবেগ শব্দের চেয়ে পাঁচগুণ বেশি বাড়িয়ে দেয়।


এইএডব্লিইউ’র এ ক্ষেপণাস্ত্রটি অক্সিজেন সমৃদ্ধ বায়ুমণ্ডলে সবচেয়ে ভালোভাবে কাজ করে। এর গতি ও চলাচল সময় অনুপাতে শনাক্ত করাও কঠিন। এটি সাবসোনিক মিসাইলের চেয়ে অনেক দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।


ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডিএআরপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, গত সপ্তাহে হাইপারসনিক এয়ার-ব্রেথিং ওয়েপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।


ডিএআরপিএ’র কৌশলগত প্রযুক্তি কার্যালয়ের এইচএডব্লিউসি প্রোগ্রাম ম্যানেজার অ্যান্ড্রু নয়েডলার বলেন, এ পরীক্ষা মার্কিন সামরিক বাহিনীর পরবর্তী প্রজন্মের সক্ষমতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। বছরের শেষ দিকেও নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা রয়টার্সকে জানিয়েছেন তিনি। 


গত জুলাইয়ে রাশিয়া দাবি করেছিল, তারা টিসারকন (জিরকন) হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি অংশ। বিশ্বে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

কোন মন্তব্য নেই