লভ্যাংশের ব্যাখ্যা দিতে সোনালী লাইফকে চিঠি
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরে গত ১০ জুলাই ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। ঘোষণাকৃত লভ্যাংশ শুধু প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-পূর্ব শেয়ারহোল্ডারদের জন্য কিনা, এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য কোম্পানিটিকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসি থেকে সোনালী লাইফ কর্তৃপক্ষকে এ চিঠি ইস্যু করা হয়েছে।
তথ্যমতে, চিঠিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের কাছে গত ১০ জুলাই ঘোষিত লভ্যাংশ রেকর্ড ডেটের দিন শেয়ারধারণকারী সবার জন্য নাকি আইপিও-পূর্ব শেয়ারহোল্ডারদের জন্য করা হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। যদি আইপিও-পূর্ব শেয়ারহোল্ডারদের জন্য ঘোষণা করা হয়, তাহলে তার সপক্ষে নথিপত্র জমা দিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বণিক বার্তাকে বলেন, বিএসইসির নির্দেশনা অনুযায়ী কোম্পানির পর্ষদ সভায় যে লভ্যাংশ ঘোষণা করা হবে, তা রেকর্ড ডেটের দিনে শেয়ার ধারণ করা সব শেয়ারহোল্ডার পাবেন। এক্ষেত্রে রেকর্ড ডেটের শেয়ারহোল্ডারদের কোনো অংশকে বাদ দিয়ে লভ্যাংশ দেয়ার সুযোগ নেই। তাই কোম্পানিটিকে গত বছরের লভ্যাংশের বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ইস্যু করা হয়েছে

কোন মন্তব্য নেই