ল্যাপটপের ওলেড ডিসপ্লের উৎপাদন শুরু করল স্যামসাং
এক বিবৃতিতে স্যামসাং ডিসপ্লে জানায়, যেসব ব্যবহারকারী তাদের ল্যাপটপে উচ্চমানের কনটেন্ট দেখতে চান, তারা ৯০ হার্টজের ওলেড প্যানেল ব্যবহারের মাধ্যমে আরো অনেক ফিচার ব্যবহারের সুযোগ পাবেন। ওলেড প্যানেলের মাধ্যমে আমরা ডিসপ্লের বাজারে আরো নতুন দিকের ও নেতৃত্বের উন্মোচন করেছি।
এ বিষয়ে আসুসের ভাইস জেনারেল ম্যানেজার ওয়াই সি চেন বলেন, বিশ্বে ল্যাপটপের চাহিদা দিন দিন বাড়ছে। কেননা করোনা মহামারী ও পরবর্তী সময়ে বাসা থেকে কাজ করা এবং রিমোট লার্নিং নতুন নিয়মে পরিণত হয়েছে।
স্যামসাং ডিসপ্লে এর আগে জানুয়ারিতে ওলেড প্যানেল উৎপাদনের ঘোষণা দিয়েছিল। তবে সে সময় প্রতিষ্ঠানটি অংশীদারদের কোনো তালিকা প্রকাশ করেনি।
ওলেড ডিসপ্লে প্যানেল উৎপাদনের বিষয়ে এটি স্যামসাংয়ের প্রথম আনুষ্ঠানিক ঘোষণা হলেও যারা দীর্ঘদিন ধরে ল্যাপটপের বাজার পর্যবেক্ষণ করে আসছিলেন, এ সিদ্ধান্ত তাদের জন্য নতুন নয়।

কোন মন্তব্য নেই