আন্তর্জাতিক পণ্যবাজারে তীব্র হচ্ছে অস্থিতিশীলতা
আন্তর্জাতিক পণ্যবাজারে তীব্র অস্থিতিশীলতা বিরাজ করছে। নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব, সামষ্টিক অর্থনৈতিক পলিসি ও সরবরাহ চক্রে বহুমুখী প্রতিবন্ধকতা প্রকট অস্থিতিশীলতার পেছনে দায়ী। এমনটা জানিয়েছেন বাণিজ্যিক প্রতিষ্ঠান লুইস ড্রেইফাস কোম্পানির (এলডিসি) প্রধান নির্বাহী মিকাইল গেলচি। সম্প্রতি রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে এসব কথা জানান তিনি।
মিকাইল গেলচি বলেন, বিশ্ববাজারে কৃষিপণ্যের দাম সর্বাধিক বেড়েছে। এতে বছরের প্রথমার্ধে এলডিসির মুনাফাও বেড়েছে লক্ষণীয় মাত্রায়। যদিও এটি এক দশক আগের রেকর্ড মুনাফার নিচে অবস্থান করছে। মিকাইল জানান, ২০১০-১১ সালের আন্তর্জাতিক পণ্যবাজার ও বর্তমান পণ্যবাজারের মধ্যে আমূল পার্থক্য তৈরি হয়েছে। এখন দৃশ্যপট ধারাবাহিক অস্থিতিশীলতার দিকে মোড় নিচ্ছে।
করোনাভাইরাসের একের পর এক ধাক্কা পণ্যবাজারকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের মুদ্রা সহায়তা কমে যাওয়ার প্রশ্নে বাজার আরো অস্থিতিশীল হয়ে উঠছে। কার্গো জট, কনটেইনার সংকট, উচ্চ মাত্রার পরিবহন ব্যয়সহ নানা প্রতিবন্ধকতা তো রয়েছেই। গেলচির ভাষ্য, এসব প্রতিবন্ধকতার কারণে সহসাই স্বাভাবিক হচ্ছে না পণ্যের সরবরাহ চক্র। এ বছর জ্বালানিসহ সব ধরনের পণ্যেরই অতিরিক্ত মূল্যবৃদ্ধি পেয়েছে। এটি বর্তমানে বিশ্বের নিম্ন কার্বন অর্থনীতিতে স্থানান্তরের ইংগিত দিচ্ছে।

কোন মন্তব্য নেই