আফ্রিকায় ২৫টি বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা চীনের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আফ্রিকায় ২৫টি বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা চীনের

 

আফ্রিকায় মোট ২৫টি অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা অঞ্চল প্রতিষ্ঠা করেছে চীন। সম্প্রতি প্রকাশিত চায়না-আফ্রিকা ইকোনমিক অ্যান্ড ট্রেড রিলেশনশিপ অ্যানুয়াল রিপোর্টে বলা হয়, আফ্রিকার ১৬টি দেশে এ বিশেষ অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে। খবর সিনহুয়া।


২৬-২৯ সেপ্টেম্বর চীনের হুনান প্রদেশে দ্বিতীয় চায়না-আফ্রিকা ইকোনমিক অ্যান্ড ট্রেড এক্সপো আয়োজনের প্রাক্কালে এ রিপোর্ট প্রকাশ হয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ২০২০ সালের শেষ নাগাদ বাণিজ্য সহযোগিতা অঞ্চলগুলোতে ৬২৩টি উদ্যোগ চালু হয়েছে। এতে মোট বিনিয়োগ হয়েছে ৭৩৫ কোটি ডলার। উদ্যোগগুলোর ফলে আফ্রিকার দেশগুলোতে ৪৬ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত বছর আফ্রিকায় চীনা বিনিয়োগ হয়েছে ২৯৬ কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম সাত মাসে আফ্রিকায় চীনের প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) হয়েছে ২০৭ কোটি ডলার।

কোন মন্তব্য নেই