প্রিমিয়াম স্মার্টফোন বাজারে অবস্থান সংকুচিত হয়েছে স্যামসাংয়ের
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিল-জুন প্রান্তিকে ৪০০ ডলারের অধিক দামের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের শেয়ার ১৭ শতাংশ। তার আগের বছর যেখানে স্যামসাংয়ের অংশগ্রহণ ছিল ২২ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে যদিও ১৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবু স্যামসাংয়ের বাজার শেয়ার কমেছে। ভিয়েতনামে করোনা সংক্রমণ বৃদ্ধিতে স্যামসাংয়ের উৎপাদন ব্যাহত হয়েছে। প্রথমার্ধে স্যামসাংয়ের শীর্ষস্থান হুমকিতে পড়লেও জি ফোল্ড৩ ও জি ফ্লিপ৩ মডেলের মাধ্যমে দ্বিতীয়ার্ধে অবস্থান পুনরুদ্ধার হবে বলে আশা করা হচ্ছে।
প্রিমিয়াম স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের অবস্থান যেখানে সংকুচিত হয়েছে, সেখানে ৫৭ শতাংশ বাজার শেয়ারের মাধ্যমে অপ্রতিদ্বন্দ্বী অবস্থানে অ্যাপল। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে অ্যাপলের অংশগ্রহণ ছিল যেখানে ৪৮ শতাংশ। প্রিমিয়াম সেগমেন্টে অ্যাপলের বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ৭৪ শতাংশ। ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে আইফোন ১২ সিরিজ উন্মোচনের পর থেকেই প্রিমিয়াম সেগমেন্টে ৫০ শতাংশের অধিক শেয়ার নিজেদের করে রাখছে অ্যাপল। বৈশ্বিক উপকরণ স্বল্পতা সত্ত্বেও অ্যাপল তাদের সাপ্লাই চেইন সবল রাখতে সক্ষম হয়েছে। চীন ও ইউরোপের মতো বাজারে হুয়াওয়ের বাজার দুর্বল হওয়ার সুযোগটা গ্রহণ করেছে অ্যাপল।
প্রিমিয়াম বাজারে হুয়াওয়ের বাজার শেয়ার ১১ শতাংশে নেমে এসেছে এবং যৌথভাবে শাওমির সঙ্গে তৃতীয় স্থানে রয়েছে। গত বছর হুয়াওয়ের বাজার শেয়ার ছিল ১৭ শতাংশ।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম স্মার্টফোনের বাজার বছরওয়ারি সম্প্রসারিত হয়েছে ৪৬ শতাংশ। সার্বিক স্মার্টফোনের বাজার প্রবৃদ্ধি ছিল যেখানে ২৬ শতাংশ। বৈশ্বিক স্মার্টফোন বাজারে প্রিমিয়াম সেগমেন্টের অংশ দাঁড়িয়েছে ২৪ শতাংশ। গত বছর একই প্রান্তিকে প্রিমিয়াম স্মার্টফোনের অংশ ছিল ২১ শতাংশ। প্রিমিয়াম সেগমেন্টের মধ্যেও ৮০০ ডলার মূল্যের অধিক স্মার্টফোনের বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৮২ শতাংশ। আইফোন ১২ প্রো ও আইফোন প্রো ম্যাক্সের শক্তিশালী চাহিদার ওপর দাঁড়িয়ে আল্ট্রা প্রিমিয়াম ব্র্যান্ডের প্রায় ৭৫ শতাংশের নিয়ন্ত্রণ অ্যাপলের। এর আগের বছর যাদের নিয়ন্ত্রণ ছিল ৫৪ শতাংশ।
প্রিমিয়াম সেগমেন্টে ফাইভজি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হবে বলে মনে করছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম বাজারে ফাইভজি ডিভাইসের অংশগ্রহণ দাঁড়িয়েছে ৮৪ শতাংশ। গত বছর একই প্রান্তিকে যেখানে অংশ ছিল ৩৫ শতাংশ। ৬০০ ডলার এবং তার উচ্চ দামের স্মার্টফোন বাজারে ফাইভজি সাপোর্টিং হ্যান্ডসেটের অংশ ৯৫ শতাংশ। অ্যাপল ও স্যামসাংয়ের বেশ কয়েকটি দামি ফোন বাজারে এলে প্রিমিয়াম সেগমেন্টটি আরো সম্প্রসারিত হবে বলে মনে করছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই