উৎপাদন বাড়াতে এশিয়ায় সরবরাহ শক্তিশালী করছে স্যামসাং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উৎপাদন বাড়াতে এশিয়ায় সরবরাহ শক্তিশালী করছে স্যামসাং

 

করোনা মহামারীতে এশিয়া অঞ্চলে ইলেকট্রনিকস পণ্যের চাহিদা বেড়েছে। এ চাহিদা পূরণে অঞ্চলটিতে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। খবর আইএএনএস।


প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূত্রের তথ্যানুযায়ী, সরবরাহ বাড়াতে এশিয়া অঞ্চলে চিপ উৎপাদন কেন্দ্রের পাশাপাশি পণ্য উৎপাদনে কারখানা স্থাপনের কথা ভাবছে এ প্রযুক্তি জায়ান্ট।


পাকিস্তানের করাচিতে একটি টেলিভিশন উৎপাদন কেন্দ্র স্থাপনে কাজ করছে স্যামসাং। সংশ্লিষ্টদের আশা বছরের চতুর্থ প্রান্তিকে এ উৎপাদন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে এবং বছরে ৫০ হাজার ইউনিট টেলিভিশন উৎপাদন করা সম্ভব হবে। এক টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা আবদুল রাজাক দাউদ এ তথ্য প্রকাশ করেন।


তিনি বলেন, করাচিতে আরঅ্যান্ডআর ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় স্যামসাং তাদের টেলিভিশন উৎপাদন কেন্দ্র স্থাপনে কাজ করছে বলে আমি জানতে পেরেছি।


শিল্প গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্যানুযায়ী, টেলিভিশন বিক্রির মাধ্যমে মুনাফা লাভের দিক থেকে ২০২১ সালের প্রথম ছয় মাসে স্যামসাং ৩১ শতাংশ বাজার নিজেদের দখলে রেখেছে।


ইয়োনহাপ নিউজ এজেন্সির তথ্যানুযায়ী, টেলিভিশনের পাশাপাশি করাচিতে মোবাইল উৎপাদন কেন্দ্রও স্থাপন করছে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। সম্প্রতি পাকিস্তানের অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান লাকি মোটর করপোরেশন এ কথা জানায়। এক ঘোষণায় প্রতিষ্ঠানটি স্যামসাংয়ের মোবাইল উৎপাদনের জন্য তাদের কারখানা পুনর্নির্মাণ করবে।


শিল্পসংশ্লিষ্টদের আশা এ উৎপাদন কেন্দ্র থেকে স্যামসাং মাঝারি থেকে সাশ্রয়ী মূল্যের গ্যালাক্সি এ এবং গ্যালাক্সি এম সিরিজের স্মার্টফোন উৎপাদন করবে। এদিকে প্রতিষ্ঠানটি জানায়, উত্তর হ্যানয়তে অবস্থিত স্মার্টফোন উৎপাদন কেন্দ্রের জন্য আরো এক হাজার কর্মী নিয়োগ দেয়া হবে। গত মাসে স্যামসাং জানায়, উত্তর ভিয়েতনামের থাই নুয়েনে অবস্থিত কারখানার জন্য অতিরিক্ত আরো তিন হাজার কর্মী নিয়োগ দেবে তারা।

কোন মন্তব্য নেই