২০৫০ সালের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় টিএসএমসি
এক বিবৃতিতে টিএসএমসির চেয়ারম্যান মার্ক লিউ বলেন, জলবায়ুুর পরিবর্তন হলে তা পরিবেশ ও মানবজাতির ওপর গুরুতর প্রভাব ফেলবে সে বিষয়ে টিএসএমসি গভীরভাবে সচেতন। বিশ্বের অন্যতম শীর্ষ চিপ উৎপাদনকারী দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় টিএসএমসিকে তাদের ব্যবসায়িক দায়ভার গ্রহণ করতে হবে।
অ্যাপল ও কোয়ালকমের কাছে চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণ করবে এবং সক্রিয়ভাবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার শুরু করবে বলে জানা গেছে। টিএসএমসি জানায়, ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণের হার কমাতে প্রতিষ্ঠানটি স্বল্পমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করেছে।
কার্বন নিঃসরণের হার কমাতে টিএসএমসি প্রতিনিয়ত সবকিছুর মূল্যায়ন করবে এবং তাদের বিনিয়োগ অব্যাহত রাখবে বলেও জানা গেছে। এর আগে জলবায়ু পরিবর্তন রোধে দেশটির সরকারের উদ্যোগ নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো সমালোচনা শুরু করে। এর পরিপ্রেক্ষিতে এপ্রিলে সাই ইং জানান, ২০৫০ সালের মধ্যে কীভাবে এ দ্বীপরাষ্ট্রটি শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, তা নির্ধারণে দেশটির সরকার কাজ শুরু করেছে।
তাইওয়ানের অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছর তাইওয়ানের চিপ উৎপাদন কেন্দ্রে ৪৫ শতাংশ বিদ্যুৎ কয়লা থেকে এবং ৩৬ শতাংশ বিদ্যুৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত হয়েছে। সরকারের তথ্যানুযায়ী, ২০২৫ সাল নাগাদ তাইওয়ানে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার ৩০ শতাংশের নিচে নেমে আসবে। অন্যদিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ৫০ শতাংশ এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার ২০ শতাংশে উন্নীত হবে।

কোন মন্তব্য নেই