ট্যাবলেট আনতে যাচ্ছে নকিয়া! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ট্যাবলেট আনতে যাচ্ছে নকিয়া!


বাজারে নতুন একটি ট্যাবলেট আনার আভাস দিয়েছে নকিয়া। গতকাল ফিনল্যান্ডভিত্তিক স্মার্টফোন কোম্পানিটির টুইটার অ্যাকাউন্ট নকিয়া মোবাইলে এ নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। সেখানে তাদের জনপ্রিয় একটি ফিচার ফোনের সঙ্গে ট্যাবলেটের ছবি শেয়ার করা হয়েছে। খবর গিজমোচায়না।


গত সপ্তাহে নকিয়া এক ঘোষণায় জানায়, আগামী ৬ অক্টোবর তারা বেশ কয়েকটি পণ্য উন্মোচন করতে যাচ্ছে। এ ধারাবাহিকতায় গতকাল একটি টুইটে নকিয়ার ক্যাপশন ছিল এমন—নকিয়া ফোনের কাছে আপনাদের প্রত্যাশার আরেকটি পণ্য হলো ট্যাবলেট। আসছে আগামী ৬ অক্টোবর।


টুইটার পোস্টটির সঙ্গে একটি ছবি যুক্ত করা হয়েছে। একটি হচ্ছে ২০১৭ সালে বাজারে আসা নকিয়া ৩৩১০ ফিচার ফোন এবং অন্যটি সম্ভাব্য ট্যাবলেটের একাংশের ছবি।


ট্যাবলেটের নকশার একাংশ বাদে তা নিয়ে বেশি কিছু প্রকাশ করেনি নকিয়া। যতটুকু মনে হচ্ছে স্লিম ডিজাইনের ট্যাবলেট হতে যাচ্ছে সেটি। নকিয়া টি২০ হিসেবে ট্যাবলেটটি বাজারে আসতে যাচ্ছে। ১০ দশমিক ৩৬ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে এতে থাকছে ইউনিক প্রসেসর। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ট্যাবটিতে ১০ ওয়াটের চার্জিং সুবিধা থাকছে।

কোন মন্তব্য নেই