মাঝ আকাশে উড়োজাহাজ-হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, এক ইঞ্জিনবিশিষ্ট উড়োজাহাজের সঙ্গে একটি হেলিকপ্টারের ধাক্কা লাগে। এরপর হেলিকপ্টারটি একটি মাঠে বিধ্বস্ত হয় এবং হেলিকপ্টারটিতে থাকা দু’জন নিহত হন।
তবে দুর্ঘটনার পর উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটির ভেতরে একজন প্রশিক্ষক ও একজন শিক্ষার্থী পাইলট ছিলেন। তারা দুজনই সুস্থ আছেন। দুর্ঘটনার কারণে বিমানবন্দরটি কয়েক ঘণ্টা বন্ধ ছিল বলে জানান পুলিশ সার্জেন্ট জেসন ম্যাকক্লিম্যান্স।
এক বিবৃতিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি রবিনসন আর২২ মডেলের। এ ঘটনায় পাইপার পিএ-২৮ মডেলের উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজ ও হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো।
সংঘর্ষের সময় বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার কাজ করছিল। এফএএ কর্মকর্তারা দুর্ঘটনার তদন্ত করবে বলে জানানো হয়েছে। এছাড়া ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সংঘর্ষ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেতৃত্ব দেবে।

কোন মন্তব্য নেই