১৭৬ কোটি টাকা নগদ লভ্যাংশ ঘোষণা ইউনাইটেড আশুগঞ্জ এনার্জির
ঘোষণা অনুসারে প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৪ টাকা ৪০ পয়সা নগদ লভ্যাংশ দেবে ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি। কোম্পানিটির ৯২ দশমিক ৪৭ শতাংশ শেয়ার ধারণ করছে ইউনাইটেড এনার্জি লিমিটেড (ইউইএল)। আর ইউইএলের ৯৯ শতাংশ শেয়ার রয়েছে তালিকাভুক্ত কোম্পানি ইউপিজিডিসিএলের কাছে। সে হিসাবে ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি ইউপিজিডিসিএলের সহযোগী কোম্পানি। সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইউপিজিডিসিএলের রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৪৮৫ কোটি ৩৭ লাখ টাকা।
যেখানে আগের বছরের একই সময়ে রাজস্ব আয় ছিল ৮০২ কোটি ৪৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৭৭ কোটি ৭৫ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৪৮২ কোটি ৪৭ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮৩ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ১৩ পয়সা।
২০১৯-২০ হিসাব বছরে ইউনাইটেড পাওয়ারের আয় হয়েছে ১ হাজার ৯ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরে আয় হয়েছিল ১ হাজার ১২৫ কোটি টাকা। আর আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৬০৮ কোটি টাকায়। যেখানে আগের হিসাব বছরে মুনাফা হয়েছিল ৭৮৬ কোটি টাকা। ২০১৯-২০ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ২৬ পয়সা। যা আগের হিসাব বছরে ছিল ১৪ টাকা ৬২ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। আগের হিসাব বছরে কোম্পানিটি ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কমার্শিয়াল আইপিপি কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ২০০ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৯০ শতাংশই রয়েছে এর উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ১৪, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৩ ও সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে বাকি ২ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল সর্বশেষ ইউনাইটেড পাওয়ারের শেয়ার ৩০১ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৫০ টাকা ৮০ পয়সা ও ৩২০ টাকা ৫০ পয়সা

কোন মন্তব্য নেই