এপেক্স ফুটওয়্যারের ৪০ শতাংশ ঘোষণা
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৩৬ পয়সা। আগের বছরে ইপিএস ছিল ৫ টাকা ৬২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫৬ টাকা ৮১ পয়সায়। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২২ নভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।
সর্বশেষ সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এপেক্স ফুটওয়্যারের ৯৩৫ কোটি ৫১ লাখ ২৮ হাজার ২৫৪ টাকার ব্যবসা হয়েছে। যেখানে আগের বছরের একই সময়ে ব্যবসা হয়েছিল ১ হাজার ৭৭ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৪৫ টাকার। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৫ কোটি ২৬ লাখ ৮৮ হাজার ৬৮৭ টাকায়। যেখানে আগের বছরের একই সময়ে মুনাফা ছিল ৭ কোটি ১৩ লাখ ১০ হাজার ৮৯ টাকা। ২০২০-২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩৪ পয়সা।
ডিএসইতে গতকাল এপেক্স ফুটওয়্যার শেয়ারের সর্বশেষ দর ছিল ৩০৪ টাকা ২০ পয়সা। সমাপনী দরও ছিল ৩০৪ টাকা ২০ পয়সা। এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২০৫ টাকা ও ৩৩০ টাকা।

কোন মন্তব্য নেই