অ্যাপ রেটিংয়ের সুবিধা আনল অ্যাপল
নাইন টু ফাইভ ম্যাক নোটের মাধ্যমে নিজস্ব সফটওয়্যার পর্যালোচনা করতে দেবে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এখন থেকে অ্যাপল ম্যাপের উন্নতি বা মেইল ট্র্যাশও করতে পারবেন।
জিমেইল বা গুগল ম্যাপের মতো অ্যাপসের তুলনায় অ্যাপলের রেটিং পরিমাণ তুলনামূলকভাবে কম। প্রতিষ্ঠানটি এখন থ্রি-স্টার রেটিংয়ের মাধ্যমে তাদের ম্যাপ ও অন্যান্য অ্যাপের পর্যালোচনা করবে। কিছু গ্রাহক থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে অ্যাপগুলোর ডিজাইনের পরিবর্তে কারিগরি সমস্যার বিষয়ে জানতে রেটিং ও রিভিউ ব্যবহার করে থাকেন।
অ্যাপলের এ পরিবর্তনের কারণে তাদের অ্যাপগুলোকে আরো পরিচ্ছন্নভাবে ব্যবহার করা যাবে। সেই সঙ্গে অ্যাপ স্টোর সম্পর্কে গ্রাহকদের ধারণাও পরিবর্তন হবে।
আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি গত বছর থেকে ইন-অ্যাপ পারচেজ ও ডেভেলপারদের আয় থেকে লভ্যাংশ আয়-সংক্রান্ত বিষয়ে আইনি লড়াইয়ে জড়িয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ছোট ডেভেলপারদের আয়ও কমিয়ে দিয়েছে।

কোন মন্তব্য নেই