বছরের শেষে ভাঁজযোগ্য মেট ভি আনবে হুয়াওয়ে
ভাঁজযোগ্য স্মার্টফোনের জগতে হুয়াওয়ে এমন একটি কোম্পানি, যারা প্রথম বাণিজ্যিকভাবে এ ধরনের ফোন আনার ঘোষণা দেয়। চলতি বছরের শুরুর দিকে কোম্পানিটি তাদের তৃতীয় ভাঁজযোগ্য ফোন ‘মেট এক্স-২’ নিয়ে আসে। এটি এর আগে বাজারে আনা গ্যালাক্সি ফোল্ড সিরিজের অভ্যন্তরীণ ভাঁজযোগ্য ফোনগুলোর জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায়।
বছরের পরবর্তী তথা শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ‘মেট ভি’ সিরিজের নতুন স্মার্টফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে শ্রেষ্ঠ মডেলের ফোনটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে মোবাইল ফোন ব্যবসায় সংগ্রামের ফলে এ সময়ের মধ্যে সেটি চালু না-ও হতে পারে বলে ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা।
জানা যায়, চলতি বছর হুয়াওয়ের পি-সিরিজের সর্বশেষ মডেলের ফোনটি প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ক্রেতাদের জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও গত জুলাইয়েও তার ঘোষণা দিতে পারেনি কোম্পানিটি। এমনকি এর প্রধান মডেলের হুয়াওয়ে পি৫০ ফোনটি চলতি মাসে ক্রয়-বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই