বছরের শেষে ভাঁজযোগ্য মেট ভি আনবে হুয়াওয়ে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বছরের শেষে ভাঁজযোগ্য মেট ভি আনবে হুয়াওয়ে


বছরের চতুর্থ প্রান্তিকে নতুন আরো একটি ভাঁজযোগ্য ফোন আনতে যাচ্ছে চীনের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। খবর গিজমোচায়না।


ভাঁজযোগ্য স্মার্টফোনের জগতে হুয়াওয়ে এমন একটি কোম্পানি, যারা প্রথম বাণিজ্যিকভাবে এ ধরনের ফোন আনার ঘোষণা দেয়। চলতি বছরের শুরুর দিকে কোম্পানিটি তাদের তৃতীয় ভাঁজযোগ্য ফোন ‘মেট এক্স-২’ নিয়ে আসে। এটি এর আগে বাজারে আনা গ্যালাক্সি ফোল্ড সিরিজের অভ্যন্তরীণ ভাঁজযোগ্য ফোনগুলোর জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায়।


বছরের পরবর্তী তথা শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ‘মেট ভি’ সিরিজের নতুন স্মার্টফোন আনতে পারে প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে শ্রেষ্ঠ মডেলের ফোনটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে মোবাইল ফোন ব্যবসায় সংগ্রামের ফলে এ সময়ের মধ্যে সেটি চালু না-ও হতে পারে বলে ধারণা করছেন বাজার বিশেষজ্ঞরা।


জানা যায়, চলতি বছর হুয়াওয়ের পি-সিরিজের সর্বশেষ মডেলের ফোনটি প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ক্রেতাদের জন্য উন্মুক্ত হওয়ার কথা থাকলেও গত জুলাইয়েও তার ঘোষণা দিতে পারেনি কোম্পানিটি। এমনকি এর প্রধান মডেলের হুয়াওয়ে পি৫০ ফোনটি চলতি মাসে ক্রয়-বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।

কোন মন্তব্য নেই