স্ন্যাপড্রাগন ৭৭৮ প্রসেসর নিয়ে শাওমির নতুন স্মার্টফোন
শাওমি ১১ লাইট ফাইভজি এনই স্মার্টফোনটিতে ডুয়াল ন্যানো সিম ব্যবহার করা যাবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ দেয়া হয়েছে। স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ১০ বিট ফ্ল্যাট পলিমার ওলেড ট্রু-কালার ডিসপ্লে দেয়া হয়েছে। যার রেজল্যুশন ১০৮০X২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এতে এইচডিআর ১০+ ও ডলবি ভিশন সাপোর্টও রয়েছে।
স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্রসেসর দেয়া হয়েছে। এর সঙ্গে মাল্টি টাস্কিংয়ের জন্য ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। ছবি ও ভিডিও ধারণের জন্য শাওমির ১১ লাইট ফাইভজি এনই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেয়া হয়েছে। প্রাথমিক হিসেবে এতে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেকেন্ডারি হিসেবে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও সবশেষে ৫ মেগাপিক্সেলের টেলি ম্যাক্রো ক্যামেরা দেয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে।
শাওমি ১১ লাইট ফাইভজি এনই স্মার্টফোনে ৪ হাজার ২৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা দেয়া হয়েছে। ফোনের বক্সে ফাস্ট চার্জারও রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে ফাইভজি (১২ ব্যান্ড সাপোর্ট) ফোরজি এলটিই, ওয়াইফাই ৬, ব্লুটুথ ভার্সন ৫.২, জিপিএস/এ-জিপিএস, এনএফসি, আইআর ব্লাস্টার ও একটি টাইপ সি পোর্ট রয়েছে। স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডুয়াল স্পিকার রয়েছে।
বাজারে ডায়মন্ড ড্যাজল, টুসকানি কোরাল, ভিনাইল ব্ল্যাক ও জাজ ব্লু—এ চার রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। এর ৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩১ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে এবং ৮/১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ৩৩ থেকে ৪০ হাজার টাকার মধ্যে হতে পারে।

কোন মন্তব্য নেই