নতুন ফিচার ও ডিজাইন নিয়ে আসছে স্কাইপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নতুন ফিচার ও ডিজাইন নিয়ে আসছে স্কাইপ


নতুন আপডেটের মাধ্যমে ভিডিও কলিং প্লাটফর্ম স্কাইপে বেশকিছু আপডেট আনতে যাচ্ছে মাইক্রোসফটের মালিকানাধীন এ অ্যাপস। এ আপডেটের মধ্যে স্কাইপের ডিজাইন, ফিচার ও সামগ্রিক পারফরম্যান্সে বেশকিছু পরিবর্তন আনা হবে। খবর নিউজলজিক।


স্কাইপে কল করার সময় যে গ্রিড ডিসপ্লে দেখা যায় শিগগিরই সেখানে সবাইকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি মাইক্রোসফট স্কাইপে নতুন লে-আউট ও থিম যুক্ত করতে যাচ্ছে। স্কাইপে যে অফিস লেন্স টুল রয়েছে, নতুন আপডেটের পর ব্যবহারকারীরা সেটিকে কাগজপত্র, ছবি অথবা ভিডিও আদান-প্রদানের জন্য মোবাইল অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও নতুন আপডেটে টুইনক্যাম ফিচারও আনা হবে বলে জানা গেছে।


প্রতিষ্ঠানটি জানায়, নতুন এ আপডেট শিগগিরই আরো উন্নত, দ্রুতগতিসম্পন্ন, বিশ্বাসযোগ্য ও আধুনিক ডিজাইনের স্কাইপ নিয়ে আসতে যাচ্ছে।


কলের সময় যে গ্রিড ডিসপ্লে দেখা যায় শিগগিরই সবাই সেখানে যুক্ত হতে পারবেন। যিনি ভিডিও কল শুরু করবেন তিনি যারা গ্রিডে ভিডিও শেয়ার করছেন তাদের যুক্ত করতে পারবেন এবং ভিডিও স্ট্রিম বন্ধ করে দিতে পারবেন। যারা শুধু অডিও ব্যবহার করে কলে যুক্ত থাকবেন তারা সাধারণ ধূসর ছবির পরিবর্তে অ্যাপের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। কলিং ফিচার ছাড়াও স্কাইপে কাস্টমাইজেশনের সুবিধা দিতে নতুন কালার থিম ও লেআউট যুক্ত করবে মাইক্রোসফট। ব্যবহারকারীরা স্পিকার ভিউ, গ্রিড ভিউ, লার্জ গ্যালারি, টুগেদার মোড এমনকি কনটেন্ট ভিউ নির্বাচন করতে পারবেন। বর্তমানে স্কাইপে অ্যানমেটেড, ব্যাকগ্রাউন্ড, টুগেদার মোড, কল রেকর্ডিংস ও লাইভ সাবটাইটেল মোড রয়েছে।


মিট নাও ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্কাইপ ডাইনলোড বা ইনস্টল করা ছাড়াই কলে যুক্ত হতে পারেন। এ ফিচারেও পরিবর্তন আনতে যাচ্ছে মাইক্রোসফট। স্কাইপ জানায়, প্রতিষ্ঠানটি মিট নাওয়ের লবিতে নতুন ডিজাইন প্রয়োগ করছে।

কোন মন্তব্য নেই