স্ট্রিমারদের সুবিধার্থে ভেরিফিকেশন ফিচার চালু করল টুইচ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্ট্রিমারদের সুবিধার্থে ভেরিফিকেশন ফিচার চালু করল টুইচ


গেমিং খাতে বর্তমানে অন্যতম অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম টুইচ। প্লাটফর্মে ভিউয়ারদের বিকৃত মন্তব্য বন্ধে নতুন ফিচার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে কোনো ভিউয়ার কমেন্ট করার আগে স্ট্রিমার ও মডারেটররা ওয়ান টাইম ফোন অথবা ই-মেইল ভেরিফিকেশন যাচাই করতে পারবেন। খবর এনগ্যাজেট।


সম্প্রচারকারীরা সবার জন্য আলাদাভাবে এ ভ্যারিফিকেশন সিস্টেম চালু করতে পারবেন অথবা অ্যাকাউন্টের বয়স, ফলো করার সময় ও ধরন অনুযায়ী নির্ধারণ করে দিতে পারবেন। তবে স্ট্রিমাররা শুধু প্রথমবারের জন্য এ ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করতে পারবেন।


ব্যবসার স্বার্থে প্রতিষ্ঠানটি একটি ফোন নম্বরের মাধ্যমে পাঁচটি অ্যাকাউন্ট যাচাই করার অনুমতি দেবে। তবে বিকৃত মন্তব্যকারীরা নিষেধাজ্ঞা এড়াতে এ পদ্ধতির ওপর নির্ভর করতে পারবে না।


একটি ফোন নম্বরের সঙ্গে সংযুক্ত প্রতিটি অ্যাকাউন্ট বন্ধ করতে পারবে টুইচ। যদি কোনো অ্যাকাউন্ট নিষেধাজ্ঞার মুখোমুখি হয়, তা সে একটি চ্যানেল বা পুরো পরিষেবাও হয় তাহলে তা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি কেউ ভিওআইপি অথবা ল্যান্ডলাইন নম্বর ব্যবহার করতে পারবে না।


এক বিবৃতিতে টুইচ জানায়, ভেরিফিকেশন পদ্ধতি চালু হওয়ার পর প্রতিষ্ঠানটি যাচাইকরণের প্রভাব নিরীক্ষা করবে। সামনের মাসগুলোতে ফলোয়াররা বিশেষ করে বিকৃত মন্তব্যকারীরা যাতে নিষেধাজ্ঞা এড়াতে না পারে, সেজন্য নতুন আরেকটি ফিচার আনার বিষয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

কোন মন্তব্য নেই