টিকাবিরোধী কনটেন্ট বন্ধ করছে ইউটিউব
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নভেল করোনাভাইরাস প্রতিরোধক টিকা সম্পর্কিত মিথ্যা ও ভুল তথ্য প্রচার বন্ধ করতে এ সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।
নভেল করোনাভাইরাসের অনুমোদিত টিকা নিয়ে ভুয়া তথ্যের প্রচার ও মিথ্যাচার আগে থেকেই নিষিদ্ধ ছিল প্লাটফর্মটিতে। নতুন করে ফ্লু ভ্যাকসিন নিলে বন্ধ্যত্ব হয়; হাম, মামপস, রুবেলা এমনকি এমএমআর টিকার কারণে অটিজম হয়—এমন সব মিথ্য তথ্যভিত্তিক কোনো ভিডিও রাখবে না বলে ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
পাশাপাশি রবার্ট এফ কেনেডি জুনিয়র ও জোসেফ মার্কোলাসহ বেশ কয়েকজন ইউটিউবারের টিকাবিরোধী চ্যানেলগুলো নিষিদ্ধ করার কথাও জানিয়েছে প্লাটফর্মটির একজন মুখপাত্র।
এর আগে টিকাবিরোধী প্রচারণা ঠেকাতে ব্যর্থতার কারণে সমালোচিত হয়েছে ফেসবুক ও টুইটারের মতো টেক জায়ান্টগুলো। ভুল তথ্যের প্রচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করলেও বিশ্বের বিভিন্ন দেশে প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে এ প্লাটফর্মটি। সম্প্রতি রাশিয়া সরকার সমর্থিত আরটির জার্মান ভাষায় পরিচালিত চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব। করোনা-সংক্রান্ত ভুল তথ্য প্রচারের নীতিমালা ভঙ্গ করায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই