ওষুধ প্রস্তুতকারক সিলামকে অধিগ্রহণ করছে অ্যাস্ট্রাজেনেকা
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিলাম অধিগ্রহণের মাধ্যমে আরেকটি সম্ভাব্য বিরল রোগের লাভজনক ওষুধের মালিকানা পেতে যাচ্ছে অ্যাস্ট্রাজেনেকা। ওষুধটি শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে এবং মার্কিন নিয়ন্ত্রকের জরুরি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ চুক্তির মাধ্যমে নিউজার্সিভিত্তিক সিলাম অ্যাস্ট্রাজেনেকার অ্যালেক্সিয়ন বিভাগের অংশ হয়ে উঠবে। এ বছরের শুরুতে ৩ হাজার ৯০০ কোটি ডলারে অ্যালেক্সিয়ন অধিগ্রহণ করেছিল অ্যাস্ট্রাজেনেকা। সিলামের মালিকানাধীন নয়-এমন অংশ কিনতে অ্যালেক্সিয়ন ১৫ কোটি ডলার প্রদান করবে। এছাড়া অর্জিত মাইলফলকগুলোর ওপর নির্ভর করে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩৫ কোটি ডলার পর্যন্ত অর্থ দেয়া হবে। এর আগে ২০১৯ সালে সিলামের কিছু অংশ কিনে নিয়েছিল অ্যালেক্সিয়ন।
সিলাম আল অ্যামাইলইডোসিস নামের একটি বিরল রোগের ওষুধ তৈরির চেষ্টা করছে। প্রাণঘাতী এ রোগ হার্ট ও কিনডিকে ক্ষতিগ্রস্ত করে। এ রোগ অঙ্গগুলোতে অ্যামাইলয়েড নামক অস্বাভাবিক একটি প্রোটিন তৈরি করে এবং অঙ্গগুলোর স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত করে। সিলিয়ামের ওষুধটি এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি, যা অ্যামাইলয়েড প্রোটিন কমিয়ে দেয় কিংবা অপসারণ করে এবং অঙ্গের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে।
অ্যালেক্সিয়নের সিইও মার্ক ডুনোয়ার এক বিবৃতিতে বলেন, অ্যামাইলইডোসিসে আক্রান্ত রোগীরা গড়ে ১৮ মাসেরও কম সময় বেঁচে থাকেন। এজন্য জরুরি ভিত্তিতে বিধ্বংসী এ রোগের নতুন চিকিৎসার প্রয়োজন।

কোন মন্তব্য নেই