তাইওয়ানের আকাশসীমায় ৩৮ চীনা বিমানের অনুপ্রবেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তাইওয়ানের আকাশসীমায় ৩৮ চীনা বিমানের অনুপ্রবেশ


নিজ আকাশসীমায় চীনা বিমানবাহিনীর ৩৮টি সামরিক জেট অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। গতকাল শুক্রবার চীনের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন এ ঘটনা ঘটে।


বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। প্রতিবদেনগুলো বলা হয়েছে, চীনা বিমানবাহিনীর বিরুদ্ধে তাইওয়ান তাদের আকাশসীমায় সবচেয়ে বড় অনুপ্রবেশের অভিযোগ তুলেছে। এটি বেইজিংয়ের এখন পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ বলেও দাবি করেছে দেশটি।


বিবিসির খবরে বলা হয়, এক বছরেরও বেশি সময় ধরে তাইওয়ান তাদের দ্বীপের কাছে চীনের বিমান বাহিনীর মিশন নিয়ে প্রতিনিয়ত অভিযোগ করে আসছে। গতকাল পারমাণবিক সক্ষম বোমারু বিমানসহ চীনা বিমানবাহিনীর ৩৮টি সামরিক জেট দুই পর্বে তাইয়ানে ঢুকে পড়ে। 


রয়টার্স জানিয়েছে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান যোদ্ধারা নিজেদের আকাশসীমায় ১৮টি জে-১৬, ৪টি সু-৩০ যুদ্ধবিমানের সঙ্গে লড়েছে। শুক্রবার তারা পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম দুটি এইচ-৬ বিমান এবং একটি সাবমেরিন বিধ্বংসী বিমানের বিরুদ্ধেও লড়াই করে।


আজ শনিবার দেশটির প্রিমিয়ার নেতা সু ত্সেং-চ্যাং বলেন, চীন সামরিক আগ্রাসনে নিবিড়ভাবে জড়িত এবং আঞ্চলিক শান্তি নষ্ট করছে। 


তাইওয়ানের অভিযোগ সম্পর্কে চীন চীন এখনো কোনো মন্তব্য করেনি।

কোন মন্তব্য নেই