আগামী বছর ভারতে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আগামী বছর ভারতে ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক


ভারতের বাজারে ইন্টারনেট সেবা দেয়ার পরিকল্পনা করছে স্টারলিংক। ২০২২ সালের ডিসেম্বরে এ সেবা চালু করতে যাচ্ছে ইলোন মাস্ক নেতৃত্বাধীন কোম্পানিটি। ভারতের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে স্টারলিংকের স্যাটেলাইট সেবা গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। খবর গিজমোচায়না।


ভারতভিত্তিক সাইট মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে বলা হয়, গ্রামীণ জনপদে ব্রডব্যান্ড সংযোগ কেমন প্রভাব রাখতে পারে সে বিষয়ে সংসদ সদস্য, মন্ত্রী ও ভারতের অন্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সংলাপে অংশ নিতে চায় স্টারলিংক। স্থানীয় সরকারের অনুমতি সাপেক্ষে দুই লাখের মতো টার্মিনাল স্থাপন করে ২০২২ সালের ডিসেম্বর থেকেই ভারতে সেবা চালু করতে চায় স্যাটেলাইট কোম্পানিটি।


ভারতে স্টারলিংকের কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় বার্গাভ জানান, ভারত সরকারের এমপি, মন্ত্রী ও সচিবদের সঙ্গে চলতি মাসে একটি ভার্চুয়াল সংলাপে আগ্রহী। শতভাগ ব্রডব্যান্ড নিশ্চিতে গ্রামীণ জনপদ উন্নত করতে পারে কিনা সে বিষয়ে তাদের অভিমত জানতে চাই।


ভারতের ব্রডব্যান্ড সেবায় প্রবেশ করতে চাইলে স্টারলিংকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রিলায়েন্স জিয়ো, ভারতি এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো স্থানীয় টেলিকম অপারেটরদের সঙ্গে।

কোন মন্তব্য নেই