‘শেখ জাররাহ শরণার্থী শিবিরে উচ্ছেদ অভিযান আন্তর্জাতিক আইনের লংঘন' - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘শেখ জাররাহ শরণার্থী শিবিরে উচ্ছেদ অভিযান আন্তর্জাতিক আইনের লংঘন'


অধিকৃত পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনি জনগণকে বহিষ্কারের জন্য যে ঘৃণ্য পদক্ষেপ নিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে ইসরাইলের পক্ষ থেকে নেয়া এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।


গতকাল (রোববার) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস-এর মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। এর আগে জাতিসংঘের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পূর্ব বায়তুল মুকাদ্দাস শহর এবং শেখ জাররাহ শরণার্থী শিবির পরিদর্শন করে। ওই শিবিরের একটি ফিলিস্তিনি পরিবার বহিষ্কারের মুখে রয়েছে।



শেখ জাররাহ শিবিরে জাতিসংঘ প্রতিনিধিদলের সফরের বিষয়টি নিশ্চিত করেন ডুজারিক। তিনি বলেন, শেখ জাররাহ শরণার্থী শিবিরে ৭০ বছর ধরে বসবাস করা ফিলিস্তিনি পরিবারটির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধি দল সাক্ষাৎ করে। পরিবারটিতে ছয়টি শিশু এবং একজন বৃদ্ধা রয়েছেন। তারা ইসরাইলি বহিষ্কার তৎপরতার মুখে অত্যন্ত উদ্বেগের ভেতর দিয়ে দিন পার করছেন।


ডুজারিক জানান, শেখ জাররাহ শরণার্থী শিবিরে ২১৮টি পরিবার বসবাস করে। শরণার্থী শিবির থেকে এসব ফিলিস্তিনিকে বহিষ্কার না করার জন্য ইসরাইলের প্রতি জাতিসংঘ বারবার আহ্বান জানিয়েছে। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী, সুরক্ষা দেয়া কোনো ব্যক্তিকে ইহুদিবাদী সেনারা জোরপূর্বক বহিষ্কার করতে পারবে না। ফলে ইসরাইলের বর্তমান পদক্ষেপ আন্তর্জাতিক আইনের এর সম্পূর্ণ লঙ্ঘন।

কোন মন্তব্য নেই