আজ পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু

 

পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন আজ ২৪ মার্চ, বৃহস্পতিবার শুরু হবে।


পূবালী ব্যাংকের বন্ডটি আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল ও ফুললি কিউমিলেটিভ বন্ড। এই বন্ডটি হবে বে-মেয়াদি।


বন্ডটির ৪৫০ কোটি টাকার লট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং বাকী ৫০ কোটি টাকা সংগ্রহ করা হয় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে।


প্রাইভেট প্লেসমেন্টে এ বন্ডের ইউনিট বা লট সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইসুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাষ্ট, স্বায়ত্তশাসিত কর্পোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হয়।


বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।


পূবালী ব্যাংকের বন্ডটির অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আ্ন্ডাররাইটার হিসেবে দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।

কোন মন্তব্য নেই