দুই কোটি শেয়ার কেনা সম্পন্ন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুই কোটি শেয়ার কেনা সম্পন্ন

 

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের তিন পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী কোম্পানিটির ২ কোটি ৭ লাখ ১০ হাজার ২৩০টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। এ তিন পরিচালক হলেন কোম্পানিটির চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ, উদ্যোক্তা পরিচালক তানভীর আহমেদ ও পরিচালক সুমাইয়া আহমেদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, বিদ্যমান বাজারদরে উদ্যোক্তা পরিচালক প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ কোম্পানিটির ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬৪টি, উদ্যোক্তা পরিচালক তানভীর আহমেদ ১ কোটি ১৯ লাখ ৫১ হাজার ১০৪টি এবং পরিচালক সুমাইয়া আহমেদ ৪৩ লাখ ৭৯ হাজার ৫৬২টি শেয়ার কিনেছেন।




গত ১৪ মার্চ এনভয় টেক্সটাইলস লিমিটেডের ২ কোটি ৭ লাখ ১০ হাজার ২৩০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছিলেন কোম্পানিটির এ তিন পরিচালক। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে ঘোষিত শেয়ার ক্রয় সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছিল।


চলতি হিসাব বছরের (২০২১-২২) প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির আয় হয়েছে ৫৫০ কোটি ৭৫ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় ছিল ৩৮১ কোটি ২৮ লাখ টাকা। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৪৪ শতাংশ।


চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা।


চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৪ পয়সা।


সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে ৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এনভয় টেক্সটাইলস। এছাড়া সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি। সেই হিসাবে আলোচ্য হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৬ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৩ পয়সা।


রফতানিমুখী পরিবেশবান্ধব ডেনিম কোম্পানিটি ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩৫৪ কোটি ১২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৪৫ দশমিক ৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৯ দশমিক শূন্য ৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৬ ও সাধারণ বিনিয়োগকারীর হাতে বাকি ৫ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে।


সর্বশেষ ঋণমান অনুযায়ী, এনভয় টেক্সটাইলসের সার্ভিলেন্স এনটিটি রেটিং ‘ডাবল এ-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২১ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সমাপ্ত হিসাব বছরের ৩১ আগস্ট পর্যন্ত ব্যাংকের কাছে কোম্পানিটির দায়সহ প্রাসঙ্গিক অন্যান্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআরএবি) লিমিটেড।


আগেরদিন মঙ্গলবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৫ টাকা ৪০ পয়সা পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৫ টাকা ৪০ পয়সা পয়সায়। অর্থাৎ আজ লেনদেনের শুরুতেই শেয়ারটি সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দর স্পর্শ করে ক্রেতাশূন্য রয়েছে। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১.৯৪ শতাংশ কমেছে।

কোন মন্তব্য নেই