সফটওয়্যার তৈরির প্রতিযোগিতায় বিজয়ী ৪ শিক্ষার্থী পেলেন চাকরি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সফটওয়্যার তৈরির প্রতিযোগিতায় বিজয়ী ৪ শিক্ষার্থী পেলেন চাকরি


‘গিকী সলিউশন লার্নাথন’ আয়োজিত সফটওয়্যার তৈরির প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও প্রথম রানার্সআপ দলের ৪ শিক্ষার্থী পুরস্কার হিসেবে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অরবিট্যাক্সে চাকরির সুযোগ পেয়েছেন। প্রতিযোগিতায় বিজয়ী ৩টি দলের বাকী ৫ শিক্ষার্থীও পড়ালেখা শেষে প্রতিষ্ঠানটিতে ইন্টার্ন (শিক্ষানবিশ) হিসেবে কাজের সুযোগ পাবেন।


দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ হয়েছে যথাক্রমে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চ্যাম্পিয়ন দলের শিক্ষার্থীরা চাকরির পাশাপাশি এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন। 


গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে রাওয়া কমপ্লেক্সে অবস্থিত অরবিট্যাক্সের কার্যালয়ে আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সাতটি দল অংশ নেয়। বিচারকদের রায়ে সেরা দলগুলোকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি রাসেল টি আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহম্মেদ, বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর প্রমুখ।


সফটওয়্যার নির্মাতা ৯টি প্রতিষ্ঠানের সংগঠন ‘গিকী সলিউশন লার্নাথন’ জানিয়েছে, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কম্পিউটারবিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রাথমিক বাছাই শেষে ১৫টি বিশ্ববিদ্যালয়ের ২৫টি দলকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করে চার মাসব্যাপী সফটওয়্যার তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। 


প্রতিযোগিতার বিষয়ে চ্যাম্পিয়ন দলের সদস্য শিবলী মাহমুদ বলেন, কম্পিউটারবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেওয়ার পর দক্ষতা এবং প্রায়োগিক শিক্ষার তেমন সুযোগ পাওয়া যায় না। এই প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ তরুণ প্রযুক্তিবিদদের জন্য সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

কোন মন্তব্য নেই